স্বাধীনতার সূবর্ণজয়ন্তী কর্ণার

 

  .....   

 
 
 
আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের র‌্যালী
নতুন ভবন
ডিজিটাল মেলায় অংশগ্রহণ
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ
প্রাত্যহিক সমাবেশ
bootstrap carousel
 

Governing Body

 

Abdullah Al Mamun

Chairman

Dr. Muhammad Abdul Mannan

Headmaster

 
 
 
 
 

Important Links

 
 
 
 
 
 

Digital Content

 

05-02-2018

তথ্য যোগাযোগ প্রযুক্তি ও তাহার ব্যবহার

[Download ]

 
 
 
 
 

Digital Class

 

13-12-2017

Six 4
Seven 6
Eight 3
Nine 2
Ten 1
Total= 16

 
 
 
 

নকিপুর সরকারী হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আপনাকে স্বাগতম

 

 

বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস

বাংলাদেশের দক্ষিণ পশ্চিম জনপদ সাতক্ষীরা জেলায় পৃথিবীর সর্ব বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের একাংশকে নিয়ে অবস্থিত শ্যামনগর উপজেলা। আর এই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। এটিই উপজেলার প্রথম এবং সর্ব প্রাচীন মাধ্যমিক বিদ্যালয়। তৎকালীন সময়ের অনগ্রসর প্রজাদের শিক্ষিত করতে অত্র অঞ্চলের বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী জমিদার রায় বাহাদুর হরিচরণ রায় চৌধুরীর আর্থিক সাহায্যে ও একান্ত প্রচেষ্টায় ১৮৯৯ খ্রি. বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

Nakipur H.E School নাম নিয়ে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি বর্তমান নকিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী  পুকুরের উত্তর পার্শ্বে পাকা ভবনে (বর্তমানে ধ্বংশ প্রাপ্ত) শিক্ষা কার্যক্রম শুরু করে। জমিদার কর্তৃক নিয়োগ প্রাপ্ত প্রথম প্রধান শিক্ষক জনাব গোবিন্দ গৌতম মুখার্জীর দক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানটি দ্রুত উন্নতি লাভ করতে থাকে। পরবর্তীতে এটি ১৯০১ খ্রি. কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ী ভাবে স্বীকৃতি প্রাপ্ত হয়।

এটি অত্র এলাকার শিক্ষা প্রসারের একমাত্র বৃহৎ প্রতিষ্ঠান হওয়ায় প্রতিবছর ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ১৯৬৬ খ্রি. বিদ্যালয়টি পাইলট স্কীমে অন্তর্ভুক্ত হয়। পাইলট স্কীমে অন্তর্ভক্ত ও অধিক ছাত্র-ছাত্রীর স্থান সংকুলান না হওয়ায় বিদ্যালয়টির স্থানান্তরের প্রয়োজন দেখা দেয়। সে মোতাবেক বিদ্যালয়ের তৎকালীন ম্যানেজিং কমিটি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দের প্রচেষ্টায় একসময়ের প্রবাহমান যমুনা (বর্তমানে মৃত প্রায়) নদীর তীরে খেলার মাঠের উত্তর পার্শ্বে (বর্তমান স্থানে) নতুন স্কুল ভবন নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজ শেষে ১৯৬৭ খ্রি. বর্মমান স্থানে বিদ্যালয়টি স্থানান্তরিত হয়। এ সময়ে প্রধান শিক্ষক ছিলেন জনাব অধীর কুমার মুখার্জী। কালক্রমে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি ও ভৌত অবকাঠামো উন্নয়ন ঘটতে থাকে। প্রতিষ্ঠানটিতে ১৯৯৫ খ্রি. বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এস,এস,সি প্রোগ্রাম এবং ১৯৯৮ খ্রি. অনুমোদন মোতাবেক ২০০০ খ্রি. থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এস,এস,সি (ভোকেশনাল) কোর্স চালু হয়। সরকারের উপজেলা পর্যায়ের ৩০৬টি বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয়কে মডেল স্কুলে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ২০০৯ খ্রি. এটি মডেল স্কুলে উন্নীত হয়। পরবর্তীতে ২৫ মে ২০১৫ খ্রি. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যালয়টি সরকারিকরণণের সম্মতি প্রদান করেন। তারই ধারাবাহিকতায় ২৩ আগস্ট ২০১৭ খ্রি. বিদ্যালয়টি সরকারিকরণ হয়।   

বর্তমানে প্রতিষ্ঠানটিতে এসএসসি, জেএসসি, প্রাইমারী সমাপনী পরীক্ষা এবং বিভিন্ন বে-সরকারী বৃত্তি পরীক্ষার কেন্দ্র ও এইচএসসি, ডিগ্রী পরীক্ষার উপকেন্দ্রসহ সরকারী বে-সরকারী বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার ভেণ্যু হিসাবে বিদ্যালয়টি ব্যবহৃত হয়। এছাড়া ২৬শে মার্চ স্বাধীনতা দিবস ও ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের উপজেলা পর্যায়ের অনুষ্ঠান, জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির খেলাধুলা, প্রাইমারী স্কুলের খেলাধুলাসহ সকল বড় ধরনের ক্রীড়া অনুষ্ঠা্ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক জনসভা ইত্যাদি কাজে বিদ্যালয় মাঠ ব্যবহৃত হয়। এই বিদ্যালয়টি এলাকার সত্যই অহংকার।

এ ছাড়া বিদ্যালয়টিতে প্রতি বছর তাফসিরুল কোরআন ও মিলাদ মাহফিল, সরস্বতী পূজা, শিক্ষা সফর, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে আজও তার ঐতিহ্য ধরে রেখেছে।

 
 
 
 

Notice Board

 

11-09-2024

২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা

[Details ]

27-08-2024

SSC 2024 Stipend List

[Details ]

 
 
 
 
 

আমাদের ফেইসবুক পেইজ

 
 
 
 
 
 

EIIN Number

 

118919

 
 
 
 
 

Admin Login

 

Admin Login. Click Here